Thursday, May 14, 2020

তারামাছের গল্প থেকে নিজেকে বদলানোর অসাধারণ শিক্ষণীয় গল্প- A Story of Starfish to Change Your Own Thinking


অসাধারণ-শিক্ষণীয়-গল্প-Bangla-golpo-famous-educational-stories
Photocredit: Pixabay













একদিন একজন বয়স্ক মানুষ আসলে বয়স্ক বলা হয়তো ভূল হবে পঞ্চাশোর্ধ মানুষ সমুদ্র তীর ধরে হেটে যাচ্ছিল। সমুদ্র তীরে তিনি কোটি কোটি তারা মাছ দেখতে পেলেন যেগুলো বালুচরে ছটফট করছে। হয়তো প্রবল ঢেউয়ের কারণে তারামাছ গুলো তীরে এসে আটকা পড়েছে কিন্তু সমুদ্রে ফিরে যেতে পারছে না। ইতোমধ্যে বয়স্ক মানুষটি একজন যুবক ছেলেকে সমুদ্রের তীরে দেখতে পেলেন।যুবক ছেলেটি এক একটি তারা মাছ ধরছিল আর  সমুদ্রের দিকে নিক্ষেপ করতেছিল যাতে মাছগুলোর জীবন বেঁচে যায়।বেশি বয়সী মানুষটি যুবকের এই কান্ড দেখে রীতিমতো 
হতভম্ব হয়ে গেলেন।
জিজ্ঞেস করলেনহে যুবক তুমি এটা কি করছযুবক ছেলেটি জবাব দিলসূর্যোদয়ের আগে তারামাছগুলো তীর থেকে সমুদ্রে যেতে না পারলে মরে যাবে।
লোকটি আবার বলল, তুমি এত হাজার হাজার মাইল বিস্তৃত তীরে বিলিয়ন বিলিয়ন  মাছের মধ্যে এক একটি মাছ নিক্ষেপ করে কি কোন লাভ হবে, তুমিতো সবগুলো মাছকে বাঁচাতে পারবে না ? যুবক ছেলেটি দ্বীধাহীন উত্তর দিল, হ্যা, অবশ্যই লাভ হবে। আমি সবগুলো মাছের জীবন বাঁচাতে পারবোনা ঠিক আছে তবে যেসব তারামাছকে আমি সমুদ্রে নিক্ষেপ করেছি তারাতো নতুন জীবন লাভ করেছে, তাহলে কি কোন লাভ হয়নি?

আসলে এই গল্পটি আমাদের জীবন বাস্তবতার নানামুখী শিক্ষা দেয়। শিক্ষা দেয়, আমাদের আশেপাশের প্রত্যেকের কাছ থেকে অনেককিছু শেখার আছে হোক সে বয়সে বড় আর হোক সে ছোট। আর একটি শিক্ষণীয় বিষয়, অন্যের দিকে না তাকিয়ে নিজের দায়িত্বটুকু যথাযথভাবে পালন করা। মনে রাখবেন, আমাদের সামান্য একটু অবহেলা কারও কারও জন্য জীবন মৃত্যুর প্রশ্ন হয়ে উঠতে পারে।

Story Help: livelifehappy.com


আরও পড়ুন


যখন আপনি নিজেই নিজের ঘরের কারিগর। অতি শিক্ষণীয় একটি গল্প 

আপনি জানেন কী আপনি মূল্যবান? একটি শিক্ষণীয় সুন্দর গল্প

প্রকৃত সুখ কোথায়? জীবনে শিক্ষা নেওয়ার মত একটি বাংলা গল্প

দ্রুত মন্তব্য করলে জীবনে কি সমস্যা হতে পারে? জানুন জীবন দর্শনের অসাধারণ এক গল্প


Share This

0 comments: