Friday, May 15, 2020

দ্রুত মন্তব্য করলে জীবনে কি সমস্যা হতে পারে? জানুন জীবন দর্শনের অসাধারণ এক গল্প-Famous Story on Don't Judge Quickly

অসাধারণ-শিক্ষণীয়-গল্প-Bangla-golpo-pears-শিক্ষামূলক বিখ্যাত বাংলা গল্প
Image by Kerstin Riemer from Pixabay












একদা একজন লোক ছিল যার ছিল চার ছেলে। তিনি চেয়েছিলেন তার ছেলেরা যেন ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে ব্ড় হয় এবং খুব দ্রুত কোন বিষয়ের উপর যেন মন্তব্য না করে। সুতরাং তিনি তাদের প্রত্যেককে একটি শিক্ষামূলক অনুসন্ধানে পাঠানোর পরিকল্পনা করলেন। অনুসন্ধানটি ছিল প্রতিটি ছেলে এক এক করে অনেক দূরে অবস্থিত একটি নাশপাতি গাছ দেখে আসবে।
প্রথম ছেলে শীতকালে গিয়েছিল, বসন্তে গিয়েছিল দ্বিতীয়টি, গ্রীষ্মে তৃতীয় এবং শরতে গিয়েছিল সবচেয়ে ছোট ছেলেটি।
যখন একে একে সবার যাওয়া শেষ হল এবং ফিরে আসলো, তখন তারা যা দেখেছিল তা
বর্ণনা করার জন্য তিনি তাদের সবাইকে একত্র করলেন।
বাবা একজন একজন করে ছেলেদের জিজ্ঞেস করতে লাগলেন।
যখন প্রথম ছেলেকে জিজ্ঞেস করলেন তখন  ছেলেটি বললেন, গাছটি খুবই কুৎসিত এবং বাঁকানো ছিল।
দ্বিতীয় পুত্র দ্বিমত পোষণ করে বলেন - এটি সবুজ কুঁড়ি দিয়ে আবৃত ছিল এবং সৌন্দর্যে পূর্ণ ছিল।
তৃতীয় পুত্র বললেন, তোমরা ভুল বলেছ, এটি ফুল দিয়ে সুশোভিত ছিল এবং এতই মিষ্টি গন্ধ ছড়াচ্ছিল যা তার দেখা জীবনের সবচেয়ে সুন্দর দৃশ্য।
শেষ ছেলে তাদের সবার সাথে একমত হতে পারলেন না, তিনি বলেছিলেন যে এটি ফলের চাদরে ডুবে গেছে, জীবন পরিপূর্ণতার প্রশ্নে একেবারে পরিপূর্ণ।
লোকটি ছেলেদের সব মন্তব্য শোনার পর ছেলেদের বুঝিয়ে বললেন যে তারা ঠিক আছে, কারণ তারা প্রত্যেকে গাছটির জীবনের একটি মাত্র ঋতু দেখেছেন।
তিনি তাদের বললেন যে, তোমরা কেবল একটি মৌসুমে কোনও গাছ বা কোনও ব্যক্তির জীবন বিচার করবে না এবং বিস্তারিত না জেনে কোনও বিষয়ে মন্তব্য করবে না। জীবনের প্রকৃতি বুঝতে হলে তোমাদের সবগুলো ঋতু বিবেচনা করতে হবে।
শীতকালের অবস্থা নিয়ে কাউকে বিচার করলে তোমরা বসন্তের যৌবনদীপ্ত সৌন্দর্য, গ্রীষ্মের পূষ্পশোভিত মিষ্টতা আর শরতের ফলের চাদরে ঢাকা পরিপূর্ণতা দেখতে ব্যর্থ হবে।
এক কঠিন মৌসুম দেখে কখনও কোনও জীবন বিচার করবে না। এক মৌসুমের ব্যথা যেন সমস্ত বিশ্রামের আনন্দকে ধ্বংস না করে দেয়।

আসলে চলার পথে আমরা অহরহ এমন ভুল করে থাকি। কোন বিষয়ে বিস্তারিত না জেনে হঠাত একটি নেতিবাচক মন্তব্য করে বসে থাকি যা অন্যকে কষ্ট দিতে পারে, নিজেকে প্রকৃত সত্য থেকে দূরে ঠেলে দিতে পারে। পরে যখন বুঝতে পারি যে আমার বলা উচিত হয়নি তখন অনুশোচনা করা ছাড়া আর কিছুই থাকে না। আসুন সময়মত একটু সচেতন হই। ইতিবাচক চিন্তা করি, জীবনকে বদলে ফেলি।

(Story Idea: livelifehappy.com)

আরও পড়ুন

তারামাছের গল্প থেকে নিজেকে বদলানোর অসাধারণ শিক্ষণীয় গল্প
যখন আপনি নিজেই নিজের ঘরের কারিগর। অতি শিক্ষণীয় একটি গল্প





Share This

0 comments: