একজন মেয়ে মানুষ
ডাক্তারের চেম্বারে ছুটে এসে বললেন, "ডাক্তার সাহেব আমাকে বাঁচান"।
ডাক্তারঃ কেন?
আপনার কি হয়েছে?
মেয়েঃ আমি আঙ্গুল
দিয়ে শরীরের যেখানে টোকা দিচ্ছি সেখানেই প্রচন্ড ব্যথা।
ডাক্তারঃ কোথায়
ব্যথা করতেছে আমাকে দেখান।
মেয়েঃ দেখেন
পায়ের গোড়ালিতে টোকা দিলাম উহ্ ব্যথা, হাটুটে টোকা দিলাম উহ্ ব্যথা, কপালে টোকা দিলাম
উহ্ ব্যথা। আর কোথাও দেখাতে হবে?
ডাক্তারঃ না।
আমাকে একটু ভাবতে দিন। আসলে, আপনার আঙ্গুলের হাড় ভেঙ্গেছে।
photo source: publicdomain |
Categories:
ডাক্তার-রোগী জোকস
বাংলা-জোকস
0 comments: