Saturday, May 30, 2020

সাতটি দমফাটা হাসির ছাত্র-শিক্ষক বাংলা জোকস- 7 Latest Funniest Bangla Jokes of Student & Teacher

Bangla Joke No.1: সাইনবোর্ড

Photo Source: publicdomain

শিক্ষকঃ জসিম, তুমি স্কুলে আসতে দেরি করলে কেন?
জসিমঃ স্কুলের সামনে নতুন একটি সাইনবোর্ড ছিল তাই?
শিক্ষকঃ সাইনবোর্ডের সাথে স্কুলে দেরি হওয়ার সম্পর্ক কি?
জসিমঃ সাইনবোর্ডে লেখা ছিল "সামনে স্কুল, ধীরে চলুন"।


Bangla Joke No.2: হোম ওয়ার্ক

ম্যাডামঃ পল্টুতুমি হোম ওয়ার্ক নিয়ে আসোনি কেন?
পল্টুঃ      ম্যাডামহোম ওয়ার্ক করেছিলাম। কিন্তু আমাদের বাড়ির কুকুর হোম ওয়ার্কের কাগজটা খেয়ে ফেলেছে।
ম্যাডামঃ  মফিজতুমি হোম ওয়ার্ক করোনি কেন?

মফিজঃ   ম্যাডামহোম ওয়ার্ক করেছিলাম। কিন্তু কাগজটা আমি খেয়ে ফেলেছি।
ম্যাডামঃ  কেন?

মফিজঃ   কারণআমাদের বাসায় কুকুর নেই!

Bangla Joke No.3:অতীত, বর্তমান আর অনন্ত কাল ||

একদিন ব্যাকরণ ক্লাসে......

শিক্ষক : "কাল কত প্রকার ও কি কি??"

ছাত্র : "কাল ৩ প্রকার ... অতীত কাল, বর্তমান কাল আর অনন্ত কাল !!"

শিক্ষক : (অবাক হয়ে) "বলে কি !!
উদাহরণ দে তো !!"

ছাত্র : "আমি গতকাল পড়ি নাই" - এইটা অতীত কাল
"আমি এখন পড়তেছি না" -এইটা বর্তমানকাল !!"আমি কালকে পড়তে বসবো" -

এইটা অনন্ত কাল !!!

Bangla Joke No.4:টাকা নাকি জ্ঞান

শিক্ষক : রতন বলতো তোমার সামনে যদি একটা টাকার থলে এবং একটা জ্ঞানের  থলে রাখি তাহলে তুমি কোনটা নিবে…?

রতন :  আমি টাকার থলে নিবো

শিক্ষক : আমি হলে কিন্তু জ্ঞানের  থলেটাইনিতাম

রতন :  যার যা অভাব সে তো তাই নিবে

Bangla Joke No.4:হার্ট এটাক

শিক্ষকঃ মনেকর, তোমার বাবা ব্যবসা করে অনেক টাকা আয় করে। একসপ্তাহে ব্যবসায় ৫০ হাজার টাকা লাভ হলো এবং সেখান থেকে তোমার মাকে ১০ হাজার টাকা দিলো। তাহলে তোমার বাবার কত অবশিষ্ট থাকলো?

ছাত্রঃ হার্ট এটাক।

Bangla Joke No.6: ক্লাসে বসে থাকলে কিছুই আবিষ্কার হতো না

পদার্থের শিক্ষক: স্যার আইজ্যাক নিউটন একদিন একটি আপেল গাছের নিচে বসে ছিলেন। হঠাৎ একটি আপেল গাছ থেকে তার মাথার উপর এসে পড়ল এবং তিনি অভিকর্ষ আবিষ্কার করলেন। বিষয়টি খুব আকর্ষণীয় তাই না?

ছাত্র: জি স্যার, তিনি যদি বই নিয়ে আমাদের মত ক্লাসে বসে থাকতেন তবে কিছুই আবিষ্কার হতো না।

Bangla Joke No.7:পাটিগণিত

শিক্ষকঃ আসো গণিত নিয়ে আলোচনা করি। মনেকর, তোমার কাছে দশ টাকা আছে। তুমি তোমার বাবার কাছে আরো দশ টাকা নিলে, তাহলে তোমার মোট কত টাকা হলো?

ছাত্রঃ দশ টাকা

শিক্ষকঃ আসলে, তুমি পাটীগণিত বিষয়ে কিছুই জানো না।

ছাত্রঃ আসলে, আপনি আমার  বাবার বিষয়ে কিছুই জানেন না।


Share This

0 comments: