Saturday, May 30, 2020

আমি একটা কারেন্টের বাল্ব- বাংলা মজার জোকস-Man Women Bangla Funny Jokes

একটি কারখানায় একজন মহিলা ও একজন পুরুষ কর্মচারীর মধ্যে কথোপকথন হচ্ছে।

মহিলা: আমি চাইলে যখন তখন বসের কাছে ছুটি নিতে পারি।

পুরুষ: সেটা কিভাবে সম্ভব?

মহিলা: অপেক্ষা করেন এবং দেখেন বলে, ছাদের উপরে পা এবং নিচে মাথা করে ঝুলিয়ে থাকলো।

বস আসলো এবং মহিলাকে বলল: আপনি এটা কি করছেন?

মহিলা: আমি একটা কারেন্টের বাল্ব।

বস: অতিরিক্ত কাজের চাপে আপনার মাথা খারাপ হয়ে গেছে। আপনি বাসা গিয়ে বিশ্রাম নেন।

মহিলার সাথে সাথে পুরুষটিও বাসা যেতে লাগল এবং বস পুরুষটিকে বললেন, আপনি কোথায় যাচ্ছেন?

পুরুষ: কারেন্টর বাল্ব ছাড়া আমি অন্ধকারে কাজ করতে পারবো না।


photo source: publicdomain


Share This

0 comments: