Sunday, May 17, 2020

প্রকৃত সুখ কোথায়? জীবনে শিক্ষা নেওয়ার মত একটি বাংলা গল্প। How to Find Happiness: A Bangla Educational Story

অনুপ্রেরণামূলক-শিক্ষামূলক-বিখ্যাত-বাংলা-গল্প-Famous-bangla-story
Photo by Donovan Valdivia on Unsplash













একদিন একজন প্রশিক্ষক ৫০ জন লোককে প্রশিক্ষণ দিচ্ছেন। প্রশিক্ষক হঠাৎ করে সবাইকে নিজের চেয়ার থেকে উঠে দাঁড়াতে বললেন। তারপর তিনি সবার হাতে একটি করে বেলুন দিলেন এবং বেলুনের উপর কলম দিয়ে নিজের নাম লিখে বেলুনগুলো জমা দিতে বললেন । সবাই তাদের নাম লিখলেন এবং প্রশিক্ষকের কাছে বেলুনগুলো  জমা দিলেন। প্রশিক্ষক বেলুনগুলো নিয়ে যে রুমে প্রশিক্ষণ চলছিল তার পাশের একটি রুমে এলোমেলোভাবে রাখলেন। এবার প্রশিক্ষক ৫ মিনিটের মধ্যে পাশের রুম থেকে নিজের নামের বেলুনটি খুঁজে বের করতে বললেন। সবাই নিজের নিজের নামের বেলুন খোঁজার জন্য ছুটাছুটি শুরু করল, বেলুন ধরার জন্য তারা বিশৃঙ্খলা সৃষ্টি করল। কিন্তু কেউ ৫ মিনিটের মধ্যে তার নিজস্ব বেলুনটি খুঁজে পেল না। আরো ৫ মিনিট সময় দিয়ে প্রশিক্ষক বললেন, এবার  যে কোন একটি বেলুন ধরুন এবং বেলুনে যার নাম লেখা থাকবে তার হাতে বেলুনটি দিয়ে দিবেন। এবার অল্প সময়ের মধ্যে সবাই তাদের নিজস্ব বেলুনটি হাতে পেলো।

এখান থেকে বাস্তব জীবনে শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে। সবাই জীবনে সুখ খোঁজা নিয়ে ব্যস্ত কিন্তু কেউ জানেনা সুখ কোথায় আছে। আসলে আমাদের সুখ অন্য মানুষের সুখের মধ্যে নিহিত। এটাই মানবধর্ম হওয়া উচিত। অন্যকে সুখী করুন, আপনিও আপনার সুখ পাবেন।

(Story Idea: livelifehappy.com)

আরও পড়ুন

যখন আপনি নিজেই নিজের ঘরের কারিগর। অতি শিক্ষণীয় একটি গল্প 

আপনি জানেন কী আপনি মূল্যবান? একটি শিক্ষণীয় সুন্দর গল্প

দ্রুত মন্তব্য করলে জীবনে কি সমস্যা হতে পারে? জানুন জীবন দর্শনের অসাধারণ এক গল্প

তারামাছের গল্প থেকে নিজেকে বদলানোর অসাধারণ শিক্ষণীয় গল্প




Share This

1 comment: