Image by F. Muhammad from Pixabay |
একজন বয়স্ক কাঠমিস্ত্রী তার কাজ থেকে অবসর নিতে চাচ্ছেন। কারণ তার বয়স হয়ে গেছে এবং তিনি বাকি জীবনটা তার পরিবারের সাথে ভালভাবে কাটাতে চান। তিনি ঘর-নির্মাণ প্রতিষ্ঠানের মালিককে জানালেন যে, তিনি আর কাজ করবেন না। মালিক তার দক্ষ কাঠমিস্ত্রী হারাবেন ভেবে অনেক দুঃখ পেলেন। মালিক কাঠমিস্ত্রীকে শেষবারের মত একটি ঘর তৈরি করার জন্য অনুরোধ করলেন। কাঠমিস্ত্রীও মালিকের কথা ফেলতে পারলেন না এবং রাজি হয়ে গেলেন। কাঠমিস্ত্রীর কাজের প্রতি কোনও মনোযোগ ছিল না এবং জীবনের শেষ কাজটি অত্যন্ত খারাপভাবে শেষ করলেন। তিনি নিম্নমানের জিনিস দিয়ে ঘরটি নির্মাণ করলেন এবং অল্প সময়ে কাজ শেষ করলেন। নির্মাণ কাজ শেষ হওয়ার পর মালিক ঘরটি দেখতে আসলেন এবং ঘরটির চাবি কাঠমিস্ত্রীর হাতে তুলে দিয়ে বললেন এই ঘরটি তোমার উপহার। কাঠমিস্ত্রী হতভম্ব হয়ে গেলেন আর মনে মনে আফসোস করতে লাগলেন।
কাঠমিস্ত্রী সারাজীবন মানুষের জন্য সুন্দর সুন্দর ঘর তৈরি করে দিয়েছেন আর নিজের ঘরটি তৈরি করেছেন অত্যন্ত খারাপভাবে। আগে জানলে নিজের ঘরটি অত্যন্ত সুন্দরভাবে তৈরি করতেন।
আসলে জীবনে আমরাও অনেক সময় ভূল করি, কাজের প্রতি পুরোপুরি মনোযোগ দেই না। নিজের কাজ নয় বলে নিম্নমানের কাজ করে ফেলি। অনেক সময় তার ফলাফল নিজের উপর এসে পড়ে। তাই প্রতিটি কাজ মনোযোগ দিয়ে গুণগত মানের সাথে করতে হবে।
(Story Idea: livelifehappy.com)
আরও
পড়ুন
আপনি জানেন কী আপনি মূল্যবান? একটি শিক্ষণীয় সুন্দর গল্প
প্রকৃত সুখ কোথায়? জীবনে শিক্ষা নেওয়ার মত একটি বাংলা গল্প
দ্রুত মন্তব্য করলে জীবনে কি সমস্যা হতে পারে? জানুন জীবন দর্শনের অসাধারণ এক গল্প
তারামাছের গল্প থেকে নিজেকে বদলানোর অসাধারণ শিক্ষণীয় গল্প
Categories:
অসাধারণ শিক্ষণীয় গল্প
0 comments: