Image by Sergei Tokmakov from Pixabay |
এক গ্রামে এক অতি বোকা লোক বাস করত। অতিরিক্ত বোকা বলে সবাই তাকে জোলা নামেই ডাকতো। বাড়িতে খড়ির অভাবে রান্না করা কঠিন হয়ে পড়েছে তাই বউয়ের পরামর্শে জোলা খড়ি সংগ্রহ করতে বের হল। খড়ির সন্ধানে ঘুরতে ঘুরতে রাস্তার পাশে একটি ডালপালা যুক্ত গাছ দেখতে পেল। জোলা গাছের উপরে উঠে দা দিয়ে গাছের ডাল কাটতে শুরু করল। মজার বিষয় হল, জোলা যেই ডালের উপর বসেছিল, সেই ডালটি কাটতে লাগল। কিছুক্ষণ পরে একই গ্রামের কুদ্দুস মিয়া রাস্তা দিয়ে হেটে যাচ্ছিল। কুদ্দুস মিয়া জোলার বোকামি দেখে বলল, জোলা তুই কিছুক্ষণের মধ্যে গাছ থেকে পরে যাবি। জোলা কুদ্দুস মিয়ার কথায় কান না দিয়ে ডালের উপর বসে ডালটি কাটতেই লাগল। কিছুক্ষণ পরে জোলা ডালসহ ধপাস করে মাটিতে পড়ে গেল এবং শরীরে মারাত্মক আঘাত পেল। জোলা মনেপ্রাণে বিশ্বাস করতে লাগল যে, কুদ্দুস মিয়া একজন জ্যোতিষী, যা বলেছিল তাই হল। কিছুদিন পর জোলা ছুটে গেল কুদ্দুসের বাড়িতে এবং কুদ্দুসকে পায়ে সালাম করে বলল, আপনি একজন জ্যোতিষী, আপনিতো ভবিষ্যত বলে দিতে পারেন। আপনি বলেছেন, আমি গাছ থেকে পড়ে যাব সত্যিই আমি গাছ থেকে পড়ে গেছি। আমার একটি জিনিস জানার খুব ইচ্ছা, সেটা হল, আপনি যদি বলে দেন আমি কোনদিন মারা যাবো? জোলার কথা শুনে কুদ্দুসের চরম হাসি পেল। কুদ্দুস বলল, যেদিন তোমার পিছন দিয়ে লাল সুতা বের হবে, সেদিন তুমি মরবে।
একথা শুনে জোলা বাড়িতে ফিরে আসলো। এরপর জোলা প্রতিদিন বাথরুমে গিয়ে চেক করত যে, পিছন দিয়ে লাল সুতা বের হয়েছে কি না। এভাবে প্রতিদিন চেক করতে থাকলো কিন্তু পিছনে লাল সুতা দেখতে পেলো না। তাই মৃত্যু হবেনা ভেবে দিনগুলো খুব উপভোগ করতে থাকল। একদিন প্রচন্ড শীতের সকালে টয়লেটের চাপে বিছানার চাদর গায়ে দিয়ে জোলা টয়লেট সারতে গেল। যেই টয়লেটে বসলো অমনি দেখতে পেলো পিছনে লাল সুতা বের হয়ে আছে। মূলত, বিছানার চাদর থেকে একটি লাল রঙের সুতা পিছনে ঝুলে ছিল। কিন্তু জোলা ছিল চরম বোকা। ও ভাবলো ওর পিছন থেকে লাল সুতা বের হয়েছে। ওমাগো বলে চিৎকার দিয়ে কোনমতে টয়লেট সেরে জোলা বাথরুম থেকে বেরিয়ে আসলো।
জোলা ওইদিন মরে যাবে বলে কান্নাকাটি করতে লাগল এবং স্ত্রী, পরিবার ও পাড়া প্রতিবেশীর কাছে শেষবারের মত ক্ষমা চেয়ে নিল। জোলা নিজের জন্য সারে তিন হাত কবর তৈরি করল এবং কাপনের কাপড় কিনে নিয়ে আসলো। এরপর শুয়ে শুয়ে মৃত্যুর প্রহর গুনতে থাকল। অবশেষে জোলা হার্ট এটাক করে সত্যিই মারা গেল।
সারকথা: আপনি মনে যেমন বিশ্বাস লালন করবেন আপনার জীবনও সেই পথে ধাবিত হবে।
Categories:
বাংলা-জোকস
0 comments: