Monday, May 11, 2020

মাকে নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ১৫টি উক্তি যা হৃদয়কে স্পর্শ করে-World Famous 15 Quotes about Mother


মাকে-নিয়ে-বিখ্যাত-উক্তি-mother-and-baby
Photo by Gustavo Fring from Pexels


মা কথাটি সবচেয়ে ছোট একটি শব্দ কিন্তু এর গুরুত্ব সবচেয়ে বেশি। পৃথিবীতে এর চেয়ে  মধুর শব্দ আর নেই। তাই কবি স্বভাবতই বলেছেন,
মা কথাটি ছোট্ট অতি
        কিন্তু যেন ভাই
ইহার চেয়ে নাম যে মধুর
        তিন ভুবনে নাই।
যেই মা নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে শত বেদনা সহ্য করে তোমাকে আমাকে জন্ম দিয়েছে, পাখির ছানার মত করে খাইতে শিখিয়েছে, কথা বলার প্রশিক্ষণ দিয়েছে, সন্তানকে শুকনো জায়গায় রেখে সন্তানের প্রসারের উপর
নিজে শুয়ে কত রাত নির্ঘুম কাটিয়েছে। সারাটি জীবন সন্তানের ভাল কামনা করে গেছে। বিনিময়ে মা কি চেয়েছে? কিছুই না, শুধু সন্তানের হাসিমাখা মুখ আর মায়ের প্রতি একটু ভালবাসা। ওরে অকৃতজ্ঞ, নির্বোধের দল,কিভাবে তোমরা মাকে কষ্ট দিতে পারো। ১০ মাস ১০ দিন মায়ের পেটেতো কম লাথি মারোনি। তোমরা সঠিক পথে ফিরে আসো, মাকে স্রষ্টাভক্তি কর। কে আছে পৃথিবীতে এমন যে বিনে পয়সায় ১০ মাস তোমায় পেটে ধারণ করে কষ্ট সহ্য করবে, খেতে শিখাবে, ফ্রি ভাষা প্রশিক্ষণ দিবে, জীবনভর নিস্বার্থে তোমাকে ভালবেসে যাবে। এটা শুধু মা এর ক্ষেত্রে সম্ভব। দুঃখের দরদী মাকে নিয়ে  পৃথিবীর শ্রেষ্ঠ ১৫টি উক্তি এখানে তুলে ধরা হল। সময় নিয়ে পড়, আশাকরি ভাল লাগবে।

১. মা‌য়ের পায়ের নিচে সন্তানের বেহেশত
মহানবী হজরত মুহম্মদ (.)
২. যে গর্ভ তোমাকে ধারন করেছে সে গর্ভধারিণী মায়ের প্রতি কর্তব্য কর শ্রদ্ধা নিবেদন কর
আল কুরআন

৩. মা যেমন তাঁর নিজ পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে তেমনি সকল প্রাণীর প্রতি অপরিমেয় মৈত্রীভাব পোষণ করবে
গৌতম বুদ্ধ
৪. তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো
নেপোলিয়ন বোনাপার্ট
৫. যার মা আছে, সে কখনই গরীব নয়
আব্রাহাম লিংকন
৬. আমার মা বিস্ময়কর আর আমার কাছে উৎকর্ষতার আরেক নাম
মাইকেল জ্যাকসন
৭. আমার মা মনে করেন আমিই সেরা, আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি
দিয়াগো ম্যারাডোনা
৮. আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা আমার মা। মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল
জর্জ ওয়াশিংটন
৯. আমার বসার ঘরের দেয়ালে আমার মায়ের ছবি টাঙানো আছে, কারণ তিনিই আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ
এলেন ডে জেনেরিস
১০. কোন একটা বিষয় মায়েদেরকে দুইবার ভাবতে হয়। একবার তার সন্তানের জন্য, আরেকবার নিজের জন্য
সোফিয়া লরেন
১১মায়ের অভিশাপ কখনো সন্তানের গায়ে লাগেনা। দোয়া গায়ে লাগে, অভিশাপ গায়ে লাগেনা। হাঁসের গায়ের পানির মত অভিশাপ ঝরে পড়ে যায়
হুমায়ূন আহমেদ
১২আমাদের পরিবারে মায়ের ভালোবাসা সবসময় সবচেয়ে টেকসই শক্তি। আর তার একাগ্রতা, মমতা আর বুদ্ধিমত্তা আমাদের মধ্যে দেখে আনন্দিত হই
মিশেল ওবামা
১৩মা আমাদের সবসময় এটা বুঝাতে চাইতেন যে, জীবনের চরম কষ্টের মূহুর্তগুলো তোমাদের হাসির কোন গল্পের অংশ হয়ে যাবে একসময়
নোরা এফ্রন
১৪পৃথিবীতে তোমার হাজার হাজার বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষী থাকবে, কিন্তু সবশেষে তুমি একজন মানুষকেই খুজে পাবে, যাকে তুমি শত আঘাত দেওয়ার পরেও সে শুধু তোমার ভবিষ্যত নিয়েই ভাবে, আর তিনি হলেন মা
রেদোয়ান মাসুদ
১৫. মায়ের প্রতি ভক্তিদৃষ্টি হতে পুণ্য হতে পারে না। প্রতিবার মায়ের দিকে যত্নের দৃষ্টিতে তাকানোর জন্য একটি কবুল হজ্জের সাওয়াব লিখে দেয়া হয়
বুখারি শরিফ

Share This

0 comments: