Friday, May 29, 2020

প্রাণীদের সম্পর্কে ৭টি আশ্চর্যজনক সত্য-7 Surprising Facts about Animals


  । প্রতিবছর লক্ষ লক্ষ লালকাকড়া যৌনমিলন ও বংশবৃদ্ধির উদ্দেশ্যে খ্রীষ্টমাস দ্বীপ সংলগ্ন ফরেস্ট থেকে খ্রীষ্টমাস দ্বীপে রওনা দেয়। ভারত মহাসাগরের এই খ্রীষ্টমাস দ্বীপে প্রায় ৫ কোটি লাল কাকড়ার বাস যেখানে দ্বীপটিতে প্রায় ২ হাজার মানুষের বসবাস।
 
আশ্চর্যজনক-সত্য-red-crabs

Source: todayifoundout.com

 ২। তেলাপোকা মাথা ছাড়া কয়েক সপ্তাহ বেঁচে থাকতে পারে। তেলাপোকাটি মূলত খাদ্যের অভাবে মারা যাবে।
 
আশ্চর্যজনক-সত্য-ঘটনা-গল্প-cockroach
Source: BBC
 ৩। ডাইনোসর আসার ১২ কোটি বছর আগে থেকে তেলাপোকা পৃথিবীতে ছিল। বৃহদাকৃতির ডাইনোসর বিলুপ্ত হয়ে গেলেও তেলাপোকা আজও টিকে আছে।
 
আশ্চর্যজনক-সত্য-ঘটনা-bangla-golpo-dynosur
Image by Akiko Nagamatsu from Pixabay 

 । নেপালের মাউন্ট ফরেস্টে  এক ধরনের দৈত্যাকার মৌমাছি বাস করে যার দেহের দৈর্ঘ্য ১.১ ইঞ্চি পর্যন্ত হতে পারে। এরা এক বিশেষ ধরনের মধু তৈরি করে যা খেলে মানুষ কাল্পনিক চিন্তা ভাবনা করে।
 
hallucination-honey-science-fact-আশ্চর্যজনক-সত্য-ঘটনা-গল্প

Source:awesci.com

 ৫। সাপের দ্বীপ স্যাও পৌলো পৃথিবীর অন্যতম ভয়ংকর একটি দ্বীপ যার আয়তন ১১০ একর এবং যেখানে ৪  হাজারের বেশি বিষাক্ত সাপ  বসবাস করে।
 
bangla-golpo-আশ্চর্যজনক-সত্য-ঘটনা-sao-paulo-snake-island
Source: viralspell
 ৬। পৃথিবীতে পিঁপড়ার সংখ্যা মানুষের সংখ্যার ১৬ লক্ষ গুন। পৃথিবীর সকল পিঁপড়ার একত্রে ওজন পৃথিবীর সকল মানুষের একত্রে ওজনের প্রায় সমান।
 
ant-science-fact-আশ্চর্যজনক-সত্য-ঘটনা-গল্প

Source: wikipedia

 ৭। প্রাণীরা বৈদ্যুতিক লাইন এড়িয়ে চলতে পারে কারণ তারা আল্ট্রাভায়োলেট ফ্লাস দেখতে পায়। মানুষ ও বনমানুষ ছাড়া সকল স্তন্যপায়ী প্রাণী আল্ট্রাভায়োলেট ফ্লাস দেখতে পায়।
 
aninal-avoid-power-line-science-fact-আশ্চর্যজনক-সত্য-ঘটনা-গল্প

Source: discovermagazine.com




Share This

0 comments: