একজন ভাল ডাক্তার
কাজের ব্যস্ততার কারণে বহুদিন ধরে কোথাও ঘুরতে যাওয়ার সময় পান না। হঠাৎ একদিন ঠিক করলেন
তিনি বনে শিকার করতে বের হবেন। ডাক্তার সাহেব তার সহকারী সামসুকে বললেন, "আমি
চাই না, আমার অনুপস্থিতির কারণে আমার কোন রোগী কষ্ট পাক। তুমি আমার চেম্বার এবং রোগীদের
দেখে রাখবে।"
ডাক্তার তার ভ্রমণ শেষে পরদিন চেম্বারে ফিরে আসলেন।
ডাক্তারঃ গতকাল তোমার কেমন কেটেছে?
সামসুঃ স্যার,
আমি গতকাল তিনজন রোগীকে সেবা দিয়েছি। একজন মাথা ব্যথা নিয়ে এসেছিলেন, তাকে নাপা ঔষধ
দিয়েছি।
ডাক্তারঃ ভাল।
দ্বিতীয় জন?
সামসুঃ উনি
পেট ব্যথা নিয়ে এসেছিলেন তাই ওমেপ্রাজল দিয়েছি।
ডাক্তারঃ খুব
ভাল। আর তৃতীয়জন?
সামসুঃ আমি
বসে ছিলাম। হঠাৎ একজন মহিলা মানুষ চেম্বারে ঢুকে পড়েন। তিনি দ্রুতগতিতে তার সব কাপড়
খুলে পা সোজাকরে টেবিলের উপর শুয়ে পড়েছিলেন। আর চিৎকার করে বলেছিলেন, "আমাকে সাহায্য
করুন, আমি পাঁচ বছর যাবৎ কোনো পুরুষ দেখিনি।"
ডাক্তারঃ তুমি
তাকে কি করেছো?
সামসুঃ ওনার
চোখে কয়েক ফোঁটা ড্রপ দিয়েছি।
photo source: publicdoamin |
0 comments: