Photo credit: http://clipart-library.com/ |
এক গ্রামে এক গল্পবাজ লোক ছিল। সবাই তাকে বড়মুখো নামেই ডাকতো। যা তার নেই তার চেয়ে বেশি বেশি বানিয়ে বানিয়ে কথা বলতো। একদিন বড়মুখো আর টাকলু আমান চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলো।
বড়মুখোঃ আমার দাদাতো জমিদার ছিলেন। জমিদার বাড়িতে বিশাল বিশাল গাভী ছিল। গাভীর দুধ এতো খাঁটি ছিল যে, দুধের সরের উপর বিড়াল লাফিয়ে পড়লেও সর ভাংতে পারতো না।
টাকলু আমানঃ সর ভাংতে না পারলে তারা দুধ খেতো কেমন করে?
বড়মুখোঃ আরে বোকা, সর ভাঙ্গার জন্যেতো কয়েক'শ চাকর ছিল।
টাকলু আমানঃ ও আচ্ছা। আমার দাদার বিশাল বাশঁবাগান ছিল। বাশঁগুলো এত বড় ছিল যে, বাশেঁর ডালপালা দিয়ে বাশেঁর কাজ হতো।
বড়মুখোঃ তাহলে বাশঁগুলো কি করতো ?
টাকলু আমানঃ তোদের মত বড়মুখোদের পিছনে দিতো।
Categories:
অন্যান্য
বাংলা-জোকস
0 comments: